সারা বাংলা

খুলনায় বিএনপি অফিস ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের পর দলের খুলনা অফিস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে র‌্যাবের টহলও। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ করে এ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে দলীয় কার্যালয়ের ভিতরে অবস্থানরত নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। সূত্র জানায়, ঢাকায় সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে খুলনায় বিএনপি অফিস ঘিরে কেডি ঘোষ রোড ও সদর থানার মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়। কিছুক্ষণ পর পর র‌্যাবের গাড়িও টহল দিতে দেখা যায়। এ সময় বিএনপি অফিসের ভেতরে ছিলেন দলের নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য নেতা-কর্মী। এর আগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলটি। নগর বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, ‘দলীয় কার্যালয় ঘিরে পুলিশ অবস্থান নিয়েছে। তবে, কাউকে আটকের খবর পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণেই পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’ রাইজিংবিডি/খুলনা/১৪ নভেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল