সারা বাংলা

গাজীপুরে মেলায় ৮ কোটি টাকা কর আদায়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর কর অঞ্চলের চার দিনব্যাপি আয়কর মেলায় কর আদায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। যা গত বছরের চেয়ে দেড় কোটি টাকা বেশি। এবারের মেলায় রেকর্ড সংখ্যক ১২ হাজার ৮৭৩ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। মেলা শেষে শুক্রবার রাতে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়কর মেলা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং-এ গাজীপুর অঞ্চলের কর কমিশনার মো. আলী আজগর এ সব তথ্য জানিয়েছেন।  তিনি জানান, গাজীপুর ও টাঙ্গাইল জেলা নিয়ে গাজীপুর কর অঞ্চল গঠিত হয়েছে। গত ২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার কল্যাণে এ পর্যন্ত গাজীপুর অঞ্চলে আয়করদাতার সংখ্যা বেড়ে ১ লাখ ৬৫ হাজারে দাঁড়িয়েছে। ২০১৭ সালের আয়কর মেলায় প্রায় ৮ হাজার করদাতা রিটার্ন দাখিল করেন। তাতে কর আদায় হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকা। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে গাজীপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সরকার, যুগ্ম কর কমিশনার মো. আবদুস সালাম ও উপ করকমিশনার মো. আশরাফুল আলম প্রধান, কর পরিদর্শক মো. খাইরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৩ নভেম্বর থেকে চার দিনব্যাপি অডিটোরিয়ামে আয়কর মেলা শুরু হয়।   রাইজিংবিডি/গাজীপুর/১৬ নভেম্বর ২০১৮/হাসমত আলী/বকুল