সারা বাংলা

টঙ্গীতে তুলা তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ঝুট থেকে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ঝুট, তুলা, মেশিন পুড়ে গেছে। রোববার রাতে লাগা ওই আগুন টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকাস্থ (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা সংলগ্ন) মো. মকবুল হোসেন রানার মালিকানাধীন এমএস ফাইবার অ্যান্ড কটন কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার ভেতরে থাকা ঝুট গুদাম ও তৈরি তুলায় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

আগুনে ওই কারখানার গুদামে থাকা ঝুট এবং উৎপাদিত তুলা, মেশিনপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। রাইজিংবিডি/গাজীপুর/১৯ নভেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল