সারা বাংলা

রাজশাহীর সোমা পেলেন ভারতের অগ্নিপথ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর মেয়ে নার্গিস পারভিন সোমা ভারতের অগ্নিপথ বর্ষসেরা দ্বিতীয় সম্মাননা পেয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ের মুকুটে আরও একটি সম্মাননা পালক যুক্ত হলো রাজশাহী আর্ট কলেজের এই শিক্ষকের মাথায়। ভারতের দিল্লীর গান্ধী পিস মিলনায়তনে শনিবার দুপুরে সোমার হাতে সম্মাননা তুলে দেন অল ইন্ডিয়া ফাইন আর্ট অ্যান্ড ক্যাফ্ট সোসাইটির  (এআইএফএসিএস) চেয়ারম্যান পদ্মভূষন ভাস্কর শ্রী রাম ভি সুতার। নারী জীবন ঘিরে আঁকা ‘ওম্যান লাইফ-ফিফটিন’ ছবির জন্য তিনি সোমা এই পদক পেলেন। প্রথম পদক পেয়েছেন ভারতের ভোপালের সোয়াতি জায়ান, দ্বিতীয়টি সোমা ও তৃতীয়টি অর্জন করেন চন্ডিগড়ের ভারত বেদি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন চিত্রশিল্পী ভিজেনদার শর্মা, বলিউড অভিনেতা ও পরিচালক দিনেশ মোহন। রাইজিংবিডি/রাজশাহী/২০ নভেম্বর, ২০১৮/তানজিমুল হক/শাহেদ