সারা বাংলা

সিলেটে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে আব্দুস শহীদ (৪২) নামের একজন মাদক বিক্রতা নিহত হয়েছেন। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 'শীর্ষ মাদক সম্রাট' শহীদকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছিল বলে দাবি র‌্যাবের। নিহত শহীদ দক্ষিণ সুরমার তেলিবাজার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযানে যায়। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মাদক বিক্রেতা শহীদ গুলিবিদ্ধ হলে ভোররাত ৪টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছেন মনিরুজ্জামান। তিনি আরও জানান, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতি শহীদ ও তার স্ত্রী শিউলি আক্তার বুলুকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব। এ সময় তাদের আরো তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। রাইজিংবিডি/সিলেট/২১ নভেম্বর ২০১৮/নোমান/সাইফুল