সারা বাংলা

সংখ্যালঘু মন্ত্রণালয় চান শাহরিয়ার কবির

যশোর প্রতিনিধি: সংখ্যালঘু মন্ত্রণালয় চান ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। যশোরে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন। শাহরিয়ার কবির বলেন, ২০০১, ২০০৬ ও ২০১৪ সালের পুনরাবৃত্তি দেখতে চাই না। সরকারের কাছে প্রস্তাব দিয়েছি সংখ্যালঘু সুরক্ষা আইন করার জন্য। সংখ্যালঘু কমিশনের কথা বলেছি এবং সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে। কেন্দ্রে সংখ্যালঘুদের জন্য আইন সহায়তা কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। যশোরের অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় এই মতবিনিময় সভায় শুক্রবার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অংশ নেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন : মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, চাপাতলা মালোপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ বেলায়েত হোসেন, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সদস্য প্রভাষক দেব কুমার ঘোষ প্রমুখ। এছাড়াও ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনের মতো চাপাতলার মালোপাড়ায় আর কোন সহিংস ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। যশোরের মণিরামপুরে নির্যাতিত রূপালী ও মনিমালাকেও আর্থিক সহায়তা দেন। রাইজিংবিডি/ যশোর/২৪ নভেম্বর ২০১৮/বি এম ফারুক/টিপু