সারা বাংলা

সিলেটের দুটি আসন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে তাদের মনোনীত প্রার্থীদের পক্ষে ২৩ দলীয় জোটের সমর্থন চায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নিবন্ধন হারানো এ দল। সেক্ষেত্রে নিজেদের দলীয় প্রতীক না থাকায় তারা এখন পর্যন্ত ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে দলের পক্ষ থেকে গ্রিণ সিগন্যাল পেয়েছেন। তবে, ২৩ দলীয়  জোটের পক্ষ থেকে প্রতীকের ব্যাপারে অন্য সিদ্ধান্ত হলে সেটাকে তারা স্বাগত জানাবেন বলে জানিয়েছেন দলের সঙ্গে সংশ্লিষ্টরা। জামায়াতের দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে নির্বাচনের জন্য জামায়াতের ‘এ’ ক্যাটাগরির আসন সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ)। অষ্টম এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে তারা এ দুটি আসন থেকে নির্বাচন করে। এ কারণে একাদশ নির্বাচনে এই আসন দুটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। ইতোমধ্যে সিলেট-৫ আসনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিলেট-৬ আসনে দলের কেন্দ্রীয় নেতা ও জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।   জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে। এ ক্ষেত্রে সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জোটের সমর্থন চাইবে তারা।’’ তিনি আরও বলেন, তাদের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ইতোমধ্যে এ দুটি আসনের দুইজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াতকে এ দুটি আসনে এবার ছাড় না দিতে বিএনপির প্রতি দাবি তুলেছে জোটের অন্যতম আরেক শরিক জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির কেন্দ্রীয় নেতা ওবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী। ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণা শুরু করেছেন। সিলেট-৬ আসনে বিএনপি নেতাকর্মীদের দাবি, আগের দুটি নির্বাচনে জামায়াতকে ছাড় দেওয়া হলেও বিজয়ী হতে পারেননি। এবার বিএনপি থেকে কাউকে প্রার্থী করলে এ আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। যে কারণে তারা জামায়াতকে ছাড় না দিতে দলের কেন্দ্রীয় পর্যায়ে আবেদন করেছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের দুটি আসনে জামায়াতকে ছাড় দেয় বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট। এই নির্বাচনে সিলেট-৫ আসনের প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিলেট-৬ আসনে দলের কেন্দ্রীয় নেতা ও জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান। সবশেষ ২০১৩ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি নেতৃত্বাধীন এ জোট। এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি আসনে নিজেদের প্রার্থী পেতে সবচেয়ে বেশি তৎপর জামায়াত। ২০০১ সালের নির্বাচনে সিলেট-৫ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন ফরিদ উদ্দিন চৌধুরী।

রাইজিংবিডি/সিলেট/২৫ নভেম্বর ২০১৮/নোমান/বকুল