সারা বাংলা

কুষ্টিয়া-১ আসনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সরওয়ার জাহান বাদশাকে দেওয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রেখেছে। সোমবার সকাল ৭ থেকে কয়েক হাজার নারী, শিশু ও পুরুষ সমর্থক ও নেতা-কর্মী কুষ্টিয়া প্রাগপুর সড়কের থানা মোড় থেকে এক কিলোমিটার সড়কের দুই পাশে অবস্থান নেয়। এ সময় নেতা-কর্মীরা সরওয়ার জাহান বাদশার দলীয় মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। এর আগে রোববার বিকেলে কয়েক হাজার নেতা-কর্মী তারাগুনিয়া শহরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে আগুন জালিয়ে বিক্ষোভ করে। এ সময় কয়েকশ’ যাবাহন আটকা পড়ে। যুবলীগ নেতা আব্দুর রশিদ জানান, ঘোষিত মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করবেন। ঢাকায় অবস্থানরত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, দৌলতপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে অভিভাবক মনে করে এবং মনেপ্রাণে ভালবাসে। তাই কোনো ভূঁইফোড় নেতাকে মেনে নেবে না বলেই তারা স্বপ্রণোদিত হয়ে আন্দোলন করছে। দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুন : রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/সাইফুল