সারা বাংলা

যুবক হত্যা: একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক যুবক হত্যার দায়ে একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সম্পর্কে মা-ছেলে-পুত্রবধূ। বৃহষ্পতিবার দুপুর দেড় টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের বাসিন্দা মৃত. নাগর মিস্ত্রীর ছেলে আব্দুল মান্নান (৫২), আব্দুল মান্নানের স্ত্রী মেরিনা খাতুন (৪০) এবং আব্দুল মান্নানের মা মর্জিনা খাতুন (৭০)। এ মামলার অপর আসামি হযরত আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ আগস্ট দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া হিসনাপাড়া গ্রামের রাস্তা দিয়ে খায়রুলের ভাই শাহিন কাঁচাপাট বোঝাই ট্রলি চালিয়ে যাওয়ার সময় পিছনে কয়েকটি শিশু ঝুলছিল। শাহিন ট্রলি দাঁড় করিয়ে বাচ্চাদের বকাবকি করায় আসামিরা ট্রলি চালককে ঘরে আটকিয়ে মারধর করতে থাকে। সংবাদ পেয়ে শাহিনের পারিবারে সদস্যরা ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে আসে। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাদের উপর চড়াও হয় এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর করে। এ ঘটনায় শাহিনের ছোট ভাই খায়রুল গুরুতর জখমসহ আঘাতপ্রাপ্ত হয়। আহত খায়রুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এ ঘটনায় নিহতের বড় ভাই উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত. তালিম উদ্দিন মন্ডলের ছেলে আমিরুল ইসলাম বাদী হয়ে চার জনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালে ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ২০১৫ সালের ৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি শুরু করে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান,  আসামিদের বিরুদ্ধে যুবক খায়রুল হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৯ নভেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/বকুল