সারা বাংলা

খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদী সংবাদদাতা : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। নরসিংদী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণ করে আদালতে হাজির হলে নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতিবুল্লাহ এ আদেশ দেন। খায়রুল কবির খোকন নরসিংদী-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। খায়রুল কবির খোকনের আইনজীবী আব্দুল বাছেদ ভূঁইয়া বলেন, গত ৮ ফেব্রুয়ারি নরসিংদী মডেল থানায় পুলিশ বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করে। সেখানে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ। আজ ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রাইজিংবিডি/নরসিংদী/২৯ নভেম্বর ২০১৮/গাজী হানিফ মাহমুদ/বকুল