সারা বাংলা

আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের আজ শুক্রবার ভোরে মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর সমর্থিত আসন্ন একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের লোকজনের সঙ্গে তারাব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমেদ রাজিবের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তারাব পৌরসভার গর্ন্ধবপুরের খোরশেদ আলম (৪০) মারা যায়। সংঘর্ষে রাতুল হোসেন, খোরশেদ মিয়া, গোলাম মোস্তফা, মোহাম্মদ হোসেন বাচ্চু, সোহরাব হোসেন, আবু তাহের, শরিফ হোসেন, সুরুজ আলী, আজাবুর রহমান, আলী হোসেন, নয়নমোল্লা, তারিকুল ইসলাম, শাওন হোসেন, মাজহারুল, মেহেদী হাসান, সোহেল, আব্দুল হালিম, কাজী মুন্না, রুহুল আমিন, আজিজুল হক, সিফাত হোসেনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে রাতুল আহমেদ এবং খোরশেদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। নিহত খোরশেদ গন্ধর্বপুর সাইনবোর্ড এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রেপ্তার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে রূপসী এলাকা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩০ নভেম্বর ২০১৮/হাসান উল রাকিব/বকুল