সারা বাংলা

৬ দফা দাবিতে তাবলিগের একাংশের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী মুসুল্লিরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুসুল্লিরা এ কর্মসূচি পালন করেন। কয়েক হাজার মুসল্লি রাজবাড়ি সড়কে মিছিল করেন এবং রাজবাড়ি মাঠে জড়ো হন। পরে মুসল্লিদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে হামলার নির্দেশদাতাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, হতাহতদের ক্ষতিপূরণ, পূর্বঘোষিত তারিখে (১৮-২০ জানুয়ারি) আগামী ইজতেমা অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থাসহ ছয় দফা দাবি জানানো হয়। উল্লেখ্য, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সা’দ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন মুসল্লি নিহত এবং শতাধিক মুসল্লি আহত হন।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/৩ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল