সারা বাংলা

অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে অভিনব কৌশলে মাদক পাচারের সময় আট হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি  মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার ভোরে  চিটাগাং রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেকপোষ্টে চট্রগ্রাম থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় মো. ফোরকান(২৮) ও  লায়লা বেগমকে(৪০)  আটক করা হয়। তাদের কাছ থেকে আট হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা অভিনব কৌশলে চুম্বকের ভেতরে ইয়াবা পাচার করছিল। মো. ফোরকান চট্টগ্রামের বাঁশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ চুম্বকের সাহায্যে বাসের আসনের নিচে  সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা পরিবহন করে আসছিল। আইন শৃংঙ্খলা বাহিনীর নজর এড়াতে সোমবার ফোরকান তার সঙ্গে লায়লা বেগমকে সহযাত্রী হিসেবে নিয়ে আসে। তাদের দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায়  মামলা করা হয়েছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৪ ডিসেম্বর ২০১৮/হাসান উল রাকিব/শাহেদ