সারা বাংলা

কালিয়াকৈরে শ্যালকের মারধরে দুলাভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মারধরে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শ্যালক সজিব পলাতক রয়েছেন। শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম মিয়া (৩৮) কুমিল্লার লাকসাম থানার আউচপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় শ্বশুরের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সজিব তার বোন খালেদার (নিহতের স্ত্রী) কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সজিব তার দুলাভাই রহিম মিয়াকে একতারা দিয়ে ঘাড়ে আঘাত ও মারধর করেন। এতে তিনি আহত হন। অবস্থার অবনতি হতে থাকলে স্বজন ও স্থানীয়রা তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে শ্যালক সজিব পলাতক রয়েছেন। কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইসপেক্টর মো. শহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় সজিব ও তার বোনের মধ্যে ঝগড়া হয়। রহিম মিয়া থামাতে গেলে তার শ্যালক সজিব তাকে কলি-ঘুষি মারেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সজিবকে আটক করতে অভিযান চলছে। রাইজিংবিডি/গাজীপুর/৯ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল