সারা বাংলা

ওসমানী বিমানবন্দরে ৬ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৬ কেজি ৩২ গ্রাম ওজনের ৫২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। সিলেট কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-২৪৮ সকাল সাড়ে ৮টায় সিলেটে অবতরণ করে। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে সিটের ওপরের লাগেজ রাখার স্থানে মালিকানাবিহীন একটি ব্যাগ পান তারা। সেই ব্যাগ থেকেই ৫২টি সোনার বার উদ্ধার করা হয়, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম।’ উদ্ধার করা সোনার দাম প্রায় ২ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর আমিরাত থেকে আসা বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছিল। ওই সময় এক যাত্রীকেও আটক করেছিল বিমানবন্দর কাস্টমস। রাইজিংবিডি/সিলেট/১৫ ডিসেম্বর ২০১৮/নোমান/সাইফুল