সারা বাংলা

লক্ষ্মীপুরে চাল সংগ্রহ শুরু

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে ৩৬ টাকা দরে মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার জেলা খাদ্য বিভাগের সামনে ফিতা কেটে এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মো. রামিম পাঠানসহ জেলা-উপজেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকরা। জেলা খাদ্য কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, জেলার মিল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা দরে চাল সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ চাল এ সংগ্রহের কার্যক্রম চলবে। এবার জেলায় ৪ হাজার ২০০ মেট্টিক টন চাল সংগ্রহের কথা রয়েছে। রাইজিংবিডি/লক্ষ্মীপুর/১৮ ডিসেম্বর ২০১৮/ফরহাদ হোসেন/শাহেদ