সারা বাংলা

চট্টগ্রামে ইভিএম মেশিনে মক ভোটিং কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে ভোটারদের হাতে-কলমে প্রশিক্ষিত করতে চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনে চলছে পরীক্ষামূলক ‘মক’ ভোটিং কার্যক্রম। মঙ্গলবার থেকে সেনাবাহিনীর সহায়তায় শুরু হওয়া এই ভোটিং কার্যক্রম চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। জানা যায়, এবার সারা দেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে চট্টগ্রামের ৯ নম্বর আসনের সবকটি ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে। ইভিএমের ধারণা নতুন হওয়ায়, নির্বাচনের আগে এ পদ্ধতিতে ভোট প্রদানের প্রক্রিয়া প্রত্যক্ষভাবে ভোটারদের শিখিয়ে দেওয়ার পাশাপাশি ভোটারদের উদ্ধুদ্ধ করতে চূড়ান্ত ভোটের আগে নির্বাচন কমিশন মক ভোটিংয়ের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম ৯ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে এই মক ভোটিং কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে ভোটারদের ভোট দেওয়ার নিয়ম-পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম কোতোয়ালি থানার নির্বাচন কর্মকর্তা কামরুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত দিনে যেসব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে এর প্রতিটি কেন্দ্রে এখন মক ভোটিং কার্যক্রম চলছে। প্রতি কেন্দ্রে দুটি ইভিএমের মাধ্যমে পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম চলছে। চট্টগ্রাম-৯ আসনে ১৪৪টি ভোটকেন্দ্রের জন্য ২৮৮টি ইভিএম মেশিন সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া, ভর্তি পরীক্ষা থাকায় ছয়টি স্কুলে নির্ধারিত সময়ে পরীক্ষামূলক ভোট কার্যক্রম শুরু করা যায়নি। নির্বাচন কর্মকর্তারা জানান, ইভিএম মেশিনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের চারটি আঙুলের যেকোনো একটি ছাপ মেশিনে বসালে সাথে সাথে ওই ভোটারের আইডি ডিসপ্লেতে দেখা যাবে। ভোটারের বর্ণনা, ঠিকানা বা সে কোনো এলাকার ভোটার সবই ডিসপ্লেতে দেখা যাবে। এখানে আইডেন্টিফিকেশনের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা থাকায় একজনের ভোট আরেকজনের পক্ষে দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, চট্টগ্রাম-৯ কোতোয়ালি সংসদীয় আসনে ১৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭২৫টি ভোটকক্ষের জন্য ৯২০টি ইভিএম দেওয়া হয়েছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৬১২ জন। এর মধ্যে ২ লাখ চার হাজার ৪০৩ জন পুরুষ, ১ লাখ ৮৭ হাজার ২০৯ জন নারী ভোটার।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ ডিসেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল