সারা বাংলা

পাবনায় জামায়াতের ৬ নারী কর্মী আটক

পাবনা প্রতিনিধি : পাবনায় জিহাদী বইসহ জামায়াতের ছয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা পৌরসভার শালগাড়ীয়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী শামছি খাতুন (৫৬), বেলতলা এলাকার আবুল কাশেমের স্ত্রী সেলিমা খাতুন (৫৩), মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৪), মালিগাছা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী মাহমুদা খাতুন (৫৫), চর শংকরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩৪) এবং ঘরনাগা এলাকার রবিউল ইসলামের স্ত্রী যুথী ইসলাম (২৬)। পাবনা সদর থানার পরিদর্শক (তদস্ত) জালাল উদ্দিন জানান, বুধবার দুপুরে জামায়াত শিবিরের ছয় নারী কর্মী মালঞ্চি এলাকায় বিভিন্ন বাড়িতে যেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইনের পক্ষে প্রচার চালাতে যায়। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় উষ্কানিমূলক লিফলেট এবং জিহাদী বই বিতরণ করতে শুরু করলে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাইজিংবিডি/পাবনা/১৯ ডিসেম্বর ২০১৮/শাহীন রহমান/শাহেদ