সারা বাংলা

চুয়াডাঙ্গায় ৩০ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা : সামীন্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার পারকৃষ্ণপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১৪ কোটি টাকা মূল্যের ৩০ কেজি সোনা উদ্ধার করেছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জীবননগন উপজেলার মৃগমারী গ্রামের মনসুর আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩৪)। শুক্রবার সকালে বিজিবির সদস্যরা পারকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।  বিজিবি পরিচালক ইমাম হাসান জানান, সকালে গোপন সংবাদে জানতে পারেন- এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে সোনাপাচারের উদ্দেশ্যে দামুড়হুদার পারকৃষ্ণপুর সীমান্তের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি জোয়ানরা পারকৃষ্ণপুর গ্রামে ওঁৎ পেতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারুল ইসলামকে মোটরসাইকেলে পারকৃষ্ণপুর গ্রাম অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করে। তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এরপর তার মোটরসাইকেলের ছিট কাভারের ভিতরে কৌশলে রাখা ২৬০ পিস সোনার বার উদ্ধার করে। যার পরিমাণ ৩০ কেজি এবং আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। আনোয়ারুলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২১ ডিসেম্বর ২০১৮/এম এ মামুন/বকুল