সারা বাংলা

কুমিল্লায় রেলমন্ত্রীর ব্যস্ত নির্বাচনী প্রচার

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় রাত-দিন প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারে ব্যস্ততা ততই বাড়ছে। কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব। নিজ দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি শরিক দল জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার, গণসংযোগ ও মতবিনিময় করছেন তিনি। দিন-রাত প্রচার, উঠান বৈঠক, পথসভা চালিয়ে যাচ্ছেন। রেলমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনায় আগামীতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় গেলে বাংলাদেশের একটি গ্রামও গ্রাম থাকবে না। সকল গ্রাম শহরে পরিণত হবে।’ তিনি বর্তমান সময়ে উন্নয়নের কথা ভোটারদের কাছে তুলে ধরেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেকার সমস্যা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানসহ আরো প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন কাড়তে চাইছেন। রোববার সকালে কুমিল্লা-১১ আসন চৌদ্দগ্রামের আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক তার নিজ এলাকা বসুয়ারায়সহ চৌদ্দগ্রামের পৌরসভা সদরে প্রচার চালান। এ সময় স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় না আসতে পারে জনগণকে সে সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। রেলমন্ত্রী বলেন, ‘প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একজন স্বাধীনতা বিরোধী মানুষ।’ তাকে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়ে নির্বাচত করার আহ্বান জানান।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৩ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল