সারা বাংলা

পল্লীকবি জসীমউদ্দীনের ১১৬ তম জন্মবার্ষিকী উদযাপিত

ফরিদপুর প্রতিনিধি: পল্লীকবি জসীমউদ্দীনের ১১৬ তম জন্মবার্ষিকী আজ। ফরিদপুরে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। ১৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লীকবি ঢাকায় মারা যায়। পরে পৈত্রিক বাড়ির আঙিণায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে কবর দেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  পুষ্পমাল্য অর্পণ করে। পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে পল্লীকবির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, স্থানীয় বিভাগের উপপরিচালক এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোব্বাশের হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহেনেয়াজ, প্রফেসর রিজভী জামান প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ ফরিদপুর/১ জানুয়ারি ২০১৯/মোঃ মনিরুল ইসলাম টিটো/টিপু