সারা বাংলা

তুচ্ছ ঘটনায় বিবাদে চাচাতো ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর: জমিতে মই দেওয়া নিয়ে বিবাদে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। আহত হয়েছেন আরো ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রংপুরের মিঠাপুকুরে। নিহত কৃষকের নাম আবদুল্লাহ্ (৩৫) । তিনি মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন ফতেপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আবদুল্লাহ্ তার ৫০ শতক জমি শ্রমিক দিয়ে চাষ করিয়ে নেন। এরপর শ্রমিকদের মই দিয়ে জমি সমান করার জন্য বলেন। এ সময় তার চাচা হানিফ ও তৌহিদুল তাদের জমিতে আগে ওই শ্রমিকদের মই দিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে হানিফ ও তৌহিদুল ধারালো অস্ত্র নিয়ে আবদুল্লাহর বাড়িতে হামলা চালায়। এসময় তৌহিদুলের ছেলে সাদেক আলীর ছুরিকাঘাতে আবদুল্লাহ গুরুতর আহত হয়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয় আরও ৪ জন। আবদুল্লাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অন্য ৪ জন আবদুল হামিদ (৬০), বুলবুল (৩০), রুজিনা (২৫) ও শাহানা (২২) কে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের ভাই বুলবুল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- হানিফ (৫৫), সাদেক (৩০), বেলি বেগম  (২২), আবদুর রহিম (৩২)। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ইতোমধ্যে ৪জনকে আটক করা হয়েছে। রাইজিংবিডি/রংপুর/৩ জানুয়ারি ২০১৯/নজরুল মৃধা/টিপু