সারা বাংলা

টঙ্গীতে পুড়েছে তুলা ও পুরাতন ট্রান্সফরমারের গুদাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে এক অগ্নিকাণ্ডে পুড়েছে একটি তুলা ও পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফরমারের একটি গুদাম। রোববার সকালে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল সোয়া ৫টার দিকে টঙ্গীর মেলগেট এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ওই তুলার গুদাম এবং পাশের আক্তার হোসেনের মালিকানাধীন পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফরমারের গুদাম ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওইসব গুদামে থাকা তুলা, ট্রান্সফরমার, তারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সর্ভিসের এই কর্মকর্তা। রাইজিংবিডি/গাজীপুর/৬ জানুয়ারি ২০১৯/হাসমত আলী/সাইফুল