সারা বাংলা

সিলেটে ‘বোমা মেশিন’ বিরোধী টাস্কফোর্সের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী সিলেটের ভোলাগঞ্জে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ বন্ধে টাস্কফোর্সের অভিযান চলাকালে হামলা চালিয়েছে স্থানীয় পাথরখেকো চক্র। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লিলাইবাজার এলাকায় বোমা মেশিন বিরোধী অভিযান চলাকালে শ্রমিকরা টাস্কফোর্সের ওপর চড়াও হয়। এ সময় তারা টাস্কফোর্সের সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। কোম্পানীগঞ্জের এসিল্যান্ড মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা অভিযান শুরু করেছিল। তখন হামলা করে পাথরখেকোরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। রাইজিংবিডি/সিলেট/০৭ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল