সারা বাংলা

না’গঞ্জে পিস্তল বোমাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পেকিরচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. শের আলী (২৪), একই উপজেলার ঝালাকান্দি গ্রামের রফিকুলের ছেলে রহিম (১৯), জোগারদিয়া গ্রামের মৃত জামালের ছেলে সজীব (১৮), গাজীপুরা গ্রামের মৃত হান্নানের ছেলে কাউছার (১৯), জোগারদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে কাওছার (২০) ও মরদাসাদী গ্রামের মাঈন উদ্দিনের ছেলে ফালান (১৮)। সংবাদ সম্মেলনে ওসি মোরশেদ আলম জানিয়েছেন, রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয়টি তাজা হাতবোমাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় টের পেয়ে ডাকাত সদস্যদের কয়েকজন পালিয়ে গেছে। এ বিষয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৭ জানুয়ারি ২০১৯/হাসান উল রাকিব/বকুল