সারা বাংলা

সিলেটে টাস্কফোর্সের ওপর হামলা মামলায় ৬ শতাধিক আসামি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের ভোলাগঞ্জে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ বন্ধে টাস্কফোর্সের অভিযান চলাকালে পাথর শ্রমিকদের হামলার ঘটনায় প্রায় ছয় শতাধিক শ্রমিককে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন কোম্পানীগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) মাসুদ রানা। মামলায় ২৩ জনের নাম উল্লেখ এবং ৫-৬ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি জানান, সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার লিলাইবাজার এলাকায় বোমা মেশিন বিরোধী অভিযান চলাকালে শ্রমিকরা টাস্কফোর্সের ওপর চড়াও হয়। এসময় তারা টাস্কফোর্সের সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এতে অন্তত দশজন আহত হন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে প্রায় ৪০-৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় রাতেই এসিল্যান্ড মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা (নং- ০৮(০১)২০১৯) দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। রাইজিংবিডি/ সিলেট/ ৮ জানুয়ারি ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/শাহেদ