সারা বাংলা

ভটভটি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের মানিকচক বাজারের অদূরে দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় ঘটনাস্থলে এক শিশু মারা যায়। অন্য তিন জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশুর নাম নাম ইব্রাহীম (৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। ইব্রাহীম বগুড়া সদরের শাখারিয়া গ্রামের সামিউল আলমের ছেলে। সামিউল আলম আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাঠের গুড়ি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি মহাসড়ক দিয়ে মাটিডালীর দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের অদূরে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন প্রাণ হারিয়েছে। রাইজিংবিডি/বগুড়া/৯ জানুয়ারি ২০১৯/কালাম আজাদ/বকুল