সারা বাংলা

ডাকাতের বস্তাভর্তি অস্ত্র পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ওসমানীনগরের বড় ইউসুফপুর গ্রামের পুকুর থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ডাকাতি মামলায় রিমান্ডে থাকা ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরের পানি নিষ্কাশনের পর বস্তাটি উদ্ধার করা হয়। বস্তায় একটি বিদেশি দু’ নলা বন্দুক, একটি কাঁটা রাইফেল, চারটি ধারালো ডেগার ও রামদা এবং তালা কাটারসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র রয়েছে। শুক্রবার দুপুরে এ সব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার পুকুরটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের জন্য সেচ মেশিন বসানো হয় বলে জানিয়েছেন ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন। তিনি জানান, ডাকাতি মামলায় রিমান্ডে থাকা ডাকাত তোফায়েলের স্বীকারোক্তিতে বিশ্বনাথ থেকে কারাবন্দি অপর ডাকাত শাহজানের স্ত্রী শারমিনকে আটক করে পুলিশ। পরে তাদের দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী পুকুরের পানি সেচে সেখান থেকে বস্তাভর্তি অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতি শেষে অস্ত্র নিরাপদে রাখতে বস্তাবন্দি করে হাওরের পরিত্যক্ত পুকুরে তারা লুকিয়ে রাখতো বলে তোফায়েল স্বীকারোক্তিতে জানিয়েছে। এ ছাড়া পুকুরে আরো অস্ত্রের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। রাইজিংবিডি/সিলেট/১১ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল