সারা বাংলা

রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর ষাটবিঘার চর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  রাজশাহীর মাজারদিয়াঢ় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি। তিনি জানান, ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী ফেনসিডিলগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীকালে তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১২ জানুয়ারি ২০১৯/তানজিমুল হক/সাইফুল