সারা বাংলা

সংরক্ষিত আসন : আলোচনায় খুলনার ১২ নেত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা: জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে খুলনা-বাগেরহাট এ দু’ জেলা মিলে আসন নম্বর-১১। এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রবীণদের পাশাপাশি নবীন নেত্রীদের নাম বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে। বর্তমান সংসদ সদস্যসহ ১০ থেকে ১২ জন নারী এ আলোচনায় রয়েছেন। প্রার্থীদের অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। দলীয় একাধিক সূত্র মতে, সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য চিতলমারী উপজেলার প্রাক্তন চেয়ারম্যান কালিদাশ বড়ালের স্ত্রী হ্যাপী বড়াল, প্রাক্তন সংসদ সদস্য খুলনার নূর আফরোজ আলী, প্রধানমন্ত্রীর অর্থনেতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের স্ত্রী রওশান আরা ইভা, নগর আ’লীগের সদস্য অ্যাড. সুলতানা রহমান শিল্পী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আফসানা হাসান ডেইজী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আফসানা ফেরদৌস কেকা, খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাড. সেলিনা আক্তার পিয়া, খুলনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জেসমিন পারভীন জলি, মহানগর মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা হোসনেয়ারা রুনু, মহানগর আ’লীগের মহিলা সম্পাদিকা অ্যাড. অলোকা নন্দা দাস, সাবেক ছাত্রলীগ নেতা  আফরোজা জেসমিন বিথী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি চৈতালী হালদার চৈতী। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ, মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাজপথের পরীক্ষিত নেত্রীদের মধ্যে থেকে নারী সংসদ সদস্য করার দাবি জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরাও বলছেন, তারা দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে আছেন। পরীক্ষিত নেত্রীদের দল মূল্যায়ণ করলে তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। রাইজিংবিডি/ খুলনা /১৬ জানুয়ারি ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু