সারা বাংলা

‘টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া গবেষণা প্রতিবেদন একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ বাসভবনে টিআইবি প্রতিবেদন নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ এই মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, ‘দেশে কয়েকটি সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে লিপ্ত রয়েছে। টিআইবি গবেষণা প্রতিবেদনের নামে যে মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। টিআইবির প্রতিবেদন আর বিএনপি-জামায়াতের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই।’ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের শান্তিপূর্ণ ও উৎসবমুখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশে-বিদেশে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ এবং রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অথচ টিআইবি গবেষণার কথা বলে বিএনপি, ঐক্যফ্রন্টের বক্তব্য দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে টিআইবি প্রতিবেদনের কোনো বক্তব্য নেই। বিএনপি একেকটি আসনে আটজনকে মনোনয়ন দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে, টিআইবি প্রতিবেদনে এর কোনো উল্লেখ নেই। মূলত টিআইবির এই প্রতিবেদন পুরোপুরি একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং সরকারের মন্ত্রী হিসেবে টিআইবির এই গবেষণা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়েও টিআইবি উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু পদ্মা সেতুতে কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি। বেশ কিছুদিন ধরে টিআইবি গবেষণার নামে যে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করছে, এতে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে।’ টিআইবিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করুন।’ রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ জানুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল