সারা বাংলা

রাঙ্গুনিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, সেচ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাপলেজা পাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে সাপলেজা পাড়া বিলে পানি সরবরাহের সেচ পাম্প অচল হয়ে যাওয়ায় দুই শতাধিক কৃষকের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। ধানের জমিতে সেচের মৌসুমে পানি সরবরাহ না পাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। এ ঘটনায় কৃষকরা রাঙ্গুনিয়া থানা এবং পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলেও সুরাহা পায়নি। পদুয়া ইউনিয়নের সাপলেজা পাড়া বিলের কৃষক ওসমান গণি জানান, ইউনিয়নের সাপলেজা পাড়া বিলের প্রায় ২০০ কানি জমিতে যে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মাধ্যমে পানি সেচ দেওয়া হয়, সেই ট্রান্সফরমার গত মঙ্গলবার রাতে চুরি হয়। এর ফলে সাপলেজা পাড়া বিলের দুই শতাধিক কৃষকের কৃষি জমিতে পানি সেচ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে কৃষকেরা। কৃষক ওসমান গণি জানান, এই ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরামর্শমতে রাঙ্গুনিয়া থানায় ট্রান্সফরমার চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু নতুন করে ট্রান্সফরমার লাগানো কিংবা উদ্ধারের সুরাহা হয়নি। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জানুয়ারি ২০১৯/রেজাউল/বকুল