সারা বাংলা

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট শহরতলীর কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যুৎকেন্দ্রের লাখ টাকার ক্যাবল তার ও কাঠের বাক্স পুড়ে গেলেও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ আগুন লাগে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর আফতার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে শুষ্ক মৌসুম হওয়ায় বিদ্যুৎ লাইনের সংযোগস্থলে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর দে। তিনি বলেন, ‘আগুনে স্টোর রুমের পাশে ক্যাবল তারের একটি ড্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারের পুরো লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খুলে দেখা হচ্ছে।’ রাইজিংবিডি/সিলেট/১৯ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সাইফুল