সারা বাংলা

গাজীপুরে ৪৬৯টি পাখি জব্দ, ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী এলাকায় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ এবং ১০ জনকে গ্রেপ্তার করেছে। রোববার দিনব্যাপি টঙ্গী বাজার ও আশপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান, টঙ্গী বাজার ও আশপাশ এলাকায় র‌্যাব-১ ও বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ময়না, টিয়া, শালিক, মুনিয়া, কালিমসহ বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, পরে গ্রেপ্তার ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাদের ১ থেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকৃত পাখিগুলো রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ আল সাদিক এবং র‌্যাব-১ সদস্যরা। রাইজিংবিডি/গাজীপুর/২০ জানুয়ারি ২০১৯/হাসমত আলী/বকুল