সারা বাংলা

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি। সোমবার ভোররাতে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহত শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশু (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে। পুলিশ জানিয়েছ, শামশুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় ১০টি মামলা রয়েছে। প্রদীপ বলেন, ‘রোববার বিকেলে মাদক মামলার পলাতক আসামি শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশুকে হ্নীলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছে বেশ কিছু ইয়াবা মজুদ থাকার তথ্য দেয়। পরে সোমবার ভোররাতে পুলিশের একটি দল টেকনাফের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় শামশুল আলমকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায় গুলি বিনিময় থেমে গেলে পুলিশ ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় দুটি দেশে তৈরি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা। ঘটনায় আহত হয় তিন পুলিশ সদস্য।’ ওসি বলেন, ‘গুলিবিদ্ধ শামশুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ প্রদীপ বলেন, ‘শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। টেকনাফ থানায় তার নামে ১০টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। রাইজিংবিডি/কক্সবাজার/২১ জানুয়ারি ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফুল