সারা বাংলা

নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহের সমন্বয়ে বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে অবস্থান, গণসংযোগ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’ এর প্রধান সমন্বয়ক ও সংগঠনের প্রথম যুগ্ম আহ্বায়ক এম সাইফুর রহমান রাসেলের আয়োজনে স্কুল ছাত্র-ছাত্রী ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মানববন্ধন ও বিক্ষোভে সরকারের নিকট নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানানো হয়। অবস্থান, গণসংযোগ, বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, শুধু নোয়াখালীতেই নয় সমগ্র বাংলাদেশ ও দেশের বাইরে যেখানেই নোয়াখালীর মানুষ আছে সেখানেই স্ব স্ব অবস্থান থেকে বিভাগের দাবিতে আন্দোলন গড়ে তুলুন। তবে মনে রাখবেন, এই আন্দোলন কোনো সরকার বিরোধী কিংবা প্রশাসন বিরোধী কোনো আন্দোলন নয়, এটি একটি শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/২৩ জানুয়ারি ২০১৯/মাওলা সুজন/সাইফুল