সারা বাংলা

পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতির অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ও চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর মোর্শেদ। জানা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নিরীক্ষকের দায়িত্বে ছিলেন ওই দুই শিক্ষক। তারা পরীক্ষার পর উত্তরপত্র শিক্ষা অফিসে না নিয়ে আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে কয়েকজন ছাত্রের উত্তরপত্রে নম্বর কম-বেশি দেন। তাৎক্ষণিক এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ করেন রামগতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বেলাল হোসেন। বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে আদেশ দেন। পরে জালিয়াতির বিষয়টি নিয়ে তদন্ত করেন জেলা এডিপিইও মাহবুবুর রহমান। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’ এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ জানান, তদন্তে জালিয়াতি প্রমাণ হওয়ায় অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২৩ জানুয়ারি ২০১৯/ফরহাদ হোসেন/সাইফুল