সারা বাংলা

দিনের শুরুতেই গাজীপুরে পুড়ল বাস ও ৪টি দোকান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরে বৃহস্পতিবার দিনের শুরুতেই দু’টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে একটি বাস ও ৪টি দোকান। অগ্নিকাণ্ড দু’টি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়ায় ও শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. কবিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুনিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্ক করা সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে  টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে। তিনি জানান, গতরাতে মহাসড়কের পাশে বাস পার্ক করে মশার কয়েল জ্বালিয়ে বাসের সহকারী ঘুমিয়ে ছিল। ওই মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কেউ আহত বা দগ্ধ হয়নি। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিকুর রহমান জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় হাবিবুর রহমানের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ওই মার্কেটে সাব্বির হোসেন ও হানিফের দুটি মুদি দোকানে, রাজীব হোসেনের একটি টেইলার্স ও ফয়েজের একটি ফার্মেসিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা। রাইজিংবিডি/গাজীপুর / ২৪ জানুয়ারি ২০১৯/ হাসমত আলী/টিপু