সারা বাংলা

না’গঞ্জে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঞ্চল্যকর শান্ত্বনা আক্তার এ্যানি হত্যা মামলায় স্বামী সোলেমানকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশিদা সুলতানা এ আদেশ দেন। আসামি সোলেমান পলাতক। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আহমেদ জানান, বন্দর কদম রসূল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতেন সোলেমান ও তার স্ত্রী এ্যানি। তাদের সংসারে মিতুল নামে আট মাস বয়সের ছেলে সন্তান রয়েছে। ২০০৩ সালে বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে সোলেমান গলাটিপে এ্যানিকে হত্যা করেন। সকালে স্ত্রীর লাশ ঘরে রেখে শিশু সন্তানকে বাড়িওয়ালা বিউটির কাছে রেখে সোলেমান পালিয়ে যায়। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘর থেকে এ্যানির লাশ উদ্ধার করে মামলা দায়ের করে। মামলার বাদী হন এ্যানির বাবা শহিদুল্লাহ। এ রায়ে নিহত এ্যানির পরিবার সন্তোষ প্রকাশ করেছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৪ জানুয়ারি ২০১৯/হাসান উল রাকিব/বকুল