সারা বাংলা

খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্র হত্যার অভিযোগ

ফেনী সংবাদদাতা : ফেনীতে খেলা করতে গিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্কুলছাত্রকে হত্যা করে লাশ পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। নিহত স্কুলছাত্রের নাম আরাফাত হোসেন (১৩)। পুলিশ অভিযুক্ত বখাটে মো. সাব্বির হোসেনের (১৫) মা ও ভাইকে আটক করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঠানবাড়ী এলাকার জিবি টাওয়ারের পাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগের দিন রাত সাড়ে ৯টা থেকে কিশোর আরাফাত হোসেন নিখোঁজ ছিল। নিহত আরাফাত হোসেন ফেনী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির ছাত্র এবং আবুধাবি প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। তারা শহরের পাঠান বাড়ী এলাকার ভাড়া বাসায় থাকে। নিহত আরাফাত হোসেনের মামা এরশাদ হোসেন জানান, পাড়ার বখাটে সাব্বিরের সঙ্গে আরাফাত হোসেনের খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সাব্বির রোববার রাত সাড়ে ৯টার দিকে আরাফাতকে জিবি টাওয়ারের পাশের পরিত্যক্ত নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে সাব্বির ওই স্থান থেকে বেরিয়ে আসার সময় এলাকাবাসী আরাফাতের বিষয়ে জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর থেকে আরাফাত নিখোঁজ। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে স্বজনরা ফেনী মডেল থানায় অভিযোগ করেন। পর দিন সকালে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পরিত্যক্ত জায়গার এক কোণে মাটিতে পুতে রাখা একটি পা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে আরাফাতের স্বজনরা তা শনাক্ত করে। নিহত আরাফাতের মামা দাবি করেন, বখাটে সাব্বির আরাফাতকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে।  ঘটনাস্থল পরিদর্শনে আসা ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, তুচ্ছ ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি তদন্ত করছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন। রাইজিংবিডি/ফেনী/২৮ জানুয়ারি ২০১৯/সৌরভ পাটোয়ারী/বকুল