সারা বাংলা

স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের ৩০ জনই অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৫ জন। সোমবার এর মধ্যে ৩০ জন নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের অনুপস্থিত দেখতে পান। পরে তিনি হাজিরা খাতায় স্বাক্ষরের ঘরে লাল চিহ্ন দেন। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টায় আকস্মিক পরিদর্শনে আসেন ডা. অমল চন্দ্র সাহা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই কর্মস্থলে আসেননি। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়সহ পাঁচজন চিকিৎসক এবং নার্সসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তাদের না পেয়ে এই ৩০ জনকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখান স্বাস্থ্য পরিচালক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি নিজেই একটু পরে অফিসে এসেছি। যারা অনুপস্থিত, তাদের স্বাস্থ্য বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’ এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা বলেন, ‘আমি পরিদর্শনে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত দেখে তাদের হাজিরা খাতায় লাল চিহ্ন দিয়ে এসেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছি।’ রাইজিংবিডি/রংপুর/২৮ জানুয়ারি ২০১৯/নজরুল মৃধা/বকুল