সারা বাংলা

নোয়াখালীতে ভারতীয় হাইকমিশনারের ভিসা সেন্টার পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সে সম্প্রতি চালু হওয়া ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেছেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা। রোববার ভিসা সেন্টার পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি, ফার্স্ট সেক্রেটারি নবনিতা চক্রবর্তী, সেকেন্ড সেক্রেটারি বিষাদ জয়তী দাস, ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী প্রমুখ। ভিসা সেন্টার পরিদর্শন শেষে আদর্শ সোয়াইকা বলেন, ভিসা সেন্টার চালু হওয়ায় ভিসা জটিলতার ভোগান্তি কমার পাশাপাশি দুই দেশের মানুষের মাঝে ভাতৃত্বের মেলবন্ধন তৈরি হবে। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও টুরিস্টের জন্য এ অঞ্চলের মানুষ যাতে সহজে ভারতে যাতায়াত করতে পারে, তার জন্য এ সেন্টার খোলা হয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাইজিংবিডি/নোয়াখালী/৩ ফেব্রুয়ারি ২০১৯/মাওলা সুজন/বকুল