সারা বাংলা

কেন্দ্রে মোবাইল ব্যবহারে চট্টগ্রামে ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে এএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপজেলার কাটির হাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন রাইজিংবিডিকে জানান,  কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে দিয়ে দেখা যায় এক পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে পাঠাচ্ছিল। তাকে আটকের পর তল্লাশি করে আরো ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই কক্ষে দায়িত্বে অবহেলার দায়ে তিন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন, ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী, গুমানমর্দ্দন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শফিউল আলম। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাইজিংবিডি/চট্টগ্রাম/ ৫ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/শাহেদ