সারা বাংলা

বরিশালে ভুল চিকিসায় শিশু মৃত্যু : তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতে নগরীর সিএন্ডবি রোড ইসলামপাড়া সড়কের আল-আমিনের ছেলে শিশু রিয়ান হওলাদারের মৃত্যু নিয়ে তার পরিবার থানায় অভিযোগ করেছিল। ছয় মাস বয়সের রিয়ান ২/৩ দিন ধরে ঠান্ডা কাশি ও জ্বরে ভুগছিল। বুধবার সকালে তাকে শের-ই বাংলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে  শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান খান শিশুটির জন্য সালটোলিন ইনহেলার ব্যবহার করতে পরামর্শ দেন। এটি সদর হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসি থেকে কেনারও পরামর্শ দেন তিনি। রাত ৮টার দিকে শিশুটির বাবা-মা তাকে নিয়ে ওই ফার্মেসিতে গিয়ে ইনহেলারটি কেনেন। দোকানের বিক্রয়কর্মী ইনহেলারটি দেওয়ার সাথে সাথে রিয়ানের মৃত্যু হয় বলে তার বাবা-মার দাবি। অভিজ্ঞ দেখেই ওই ওষুধের দোকানে পাঠানোর কথা স্বীকার করে নির্ধারিত সময়ের পরে গিয়ে ইনহেলার দেওয়ায় শিশুটির এই পরিনতি বলে জানিয়েছেন  ডা. মাহমুদ হাসান খান। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

 

 

রাইজিংবিডি/বরিশাল/৭ ফেব্রুয়ারি ২০১৯/জে. খান স্বপন/শাহেদ