সারা বাংলা

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে বেসরকারি টেলিভিশন আরটিভির সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন আরটিভি সিলেট পরিবার।  বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হামলাকারীদের শিগগির বিচারের সম্মুখীন এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্র তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আরটিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টিভি ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন টিসিজেএ এর সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুনসি প্রমুখ। গত ২৮ জানুয়ারি মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার ওপর প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন আরটিভির রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপারসন নাজমুল হোসেন সায়মন। হাসপাতালের ওয়ার্বয় মো. আসিফের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সোহেল রানা। রাইজিংবিডি/সিলেট/০৭ ফেব্রুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল