সারা বাংলা

জেডিইউজের সভাপতি দিনু, সম্পাদক মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক বনভোজন আজ শুক্রবার যশোর পৌর পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন। বনভোজনে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় সংগঠনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফকির শওকত। এ পর্বে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক রিপোর্ট পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি পদে তহীদ মনি, ফরিদুজ্জমান, বদরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বি এম ফারুক, খাজা ফজিল আইজ উজ্জল, সাংগঠনিক সম্পাদক পদে মালেকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ পদে আল মামুন শাওন, দপ্তর সম্পাদক পদে নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, নির্বাহী সদস্য পদে কাজী হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম ও হুরে জাহান উর্মিকে মনোনীত করা হয়। উপস্থিত সকলে তা সমর্থন করেন।  যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ফারুক রাইজিংবিডিডটকমের যশোরের নিজস্ব প্রতিবেদক। নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে ফকির শওকত তার চার দশক সাংবাদিক ইউনিয়নে কর্মকাণ্ড থেকে বিদায় নেন। এ সময় তাকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। ফকির শওকত যশোরের তিনটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকদের রুটি-রুজি ও মর্যাদা রক্ষার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেছেন।

 

 

রাইজিংবিডি/যশোর/৮ ফেব্রুয়ারি ২০১৯/বি এম ফারুক/বকুল