সারা বাংলা

সিলেটে খালেদার মুক্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কারান্তরীণ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘‘কোনো অপরাধ নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।’’ তারা দাবি করেন, ‘‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ১/১১ এর সময়কার দুটি মামলায় এই ফরমায়েসী সাজা দেওয়া হয়েছে। জাতি বিচারের নামে এই তামাশা প্রত্যাখ্যান করেছে।’’ তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি প্রমুখ।

 

 

রাইজিংবিডি/সিলেট/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল