সারা বাংলা

৪৭৫ বোতল ফেন্সিডিলসহ কাভার্ড ভ্যান চালক আটক

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ফেন্সিডিলবাহী কাভার্ড ভ্যানটি চালকসহ আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। কাভার্ড ভ্যান চালক আলমগীর হোসেন (৩৫) সীতাকুণ্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির ১০০ গজ দক্ষিণে একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে এতে তল্লাশি চালানো হয়। এ সময় এর থেকে ৪৭৫ বোতল ফেন্সিডিল পায় পুলিশ। এএসআই নূর উদ্দিন জানান, ফেন্সিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন। আটককৃত ফেন্সিডিলগুলোর প্রকৃত মালিককে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। এ ব্যাপারে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। রাইজিংবিডি/কুমিল্লা/১০ ফেব্রুয়ারি ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল