সারা বাংলা

মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের। সভায় জেলা প্রশাসক জঙ্গিবাদ এবং মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে বলে উল্লেখ করেন। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে বিস্তারিত আলোচনা ছাড়াও সড়ক দুর্ঘটনা রোধ এবং মাদক প্রতিরোধেও বিস্তারিত আলোচনা করেন সভায় অংশগ্রহণকারীরা। সভায় অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ এবং সন্ত্রাস প্রতিরোধে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উত্থাপন করেন। জেলা প্রশাসক এসব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। এ ছাড়া, দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সঠিকভাবে পালনেরও নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলা কমিটির এ সভায় রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদুস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, রাজশাহীর নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ১৩টি পৌরসভার মেয়র এবং বিজিবি ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/রাজশাহী/১০ ফেব্রুয়ারি ২০১৯/তানজিমুল হক/সাইফুল