সারা বাংলা

চট্টগ্রামে একুশে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে বৃহৎ আকারে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে রোববার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর জাতীয় পতাকা ও সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন করা হয়।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার ১১০টি স্টল রয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/বকুল